ছবিতে মাহির গায়ে-হলুদ

খুব সাদাসিদে ভাবেই গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন চিত্রনায়িকা মাহিয়া মাহির। মাহির বন্ধু ফাহমিদা রুপন্তী মৌ মাহির গায়ে হলুদের কয়েকটি ছবিও পোস্ট করেছেন ফেসবুকে।

ঢাকাই ছবির শীর্ষ চিত্রনায়িকা মাহিয়া মাহি মঙ্গলবার বিয়ে করছেন এমন খবর জেনে গেছেন তার ভক্তরা। তবে বিয়ের আগে তার গায়ে হলুদের কিছু ছবি আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

মাহি জানান, আগামী ২৪ জুলাই বৌভাত অনুষ্ঠান হবে সিলেটে। শুধু তাই নয়, সংসার জীবন গোছাবেন সেখানেই।

মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু। তিনি পেশায় ব্যবসায়ী এবং সিলেটের সন্তান। চার বছর পরিচয় শেষে পারিবারিকভাবেই বিয়ে হয় অপু-মাহির।

Mahi-inner20160525133728



মন্তব্য চালু নেই