ছবিতে দেখুন বিশ্বের ১৫টি বিরল ও আশ্চর্যজনক ভাস্কর্য
আধুনিক ভাস্কর্য শিল্পে অনেক প্রতিভাবান ভাস্করই অদ্ভুতুড়ে কিছু ভাস্কর্য নির্মাণ করেছেন। ভাস্কর্যগুলোর কোনটির বিষয়বস্তু খুবই মজার, কোনটি আবার ভীতিকর আবার কোনটি উদ্ভট। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ ভাস্কর্যগুলো দেখে চমকে উঠতে পারেন আপনিও। ছবিতে দেখে নিন, সেরকমই অদ্ভুতুড়ে কিছু ভাস্কর্যের ছবি-
‘ব্রেক থ্রু ফ্রম ইয়োর মোল্ড’ নামের এই ভাস্কর্যটির নির্মাতা জেনস ফ্রডেকিস। ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের পেনিসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অবস্থিত।
‘ডি ভার্টকাপোয়েন’, ব্রাসেলস, বেলজিয়াম।
‘ম্যান অ্যাট ওয়ার্ক’, ব্রাটিসিলভা, বেলজিয়াম।
‘মিহাই এমেনেস্কিউ’, ওনেস্টি, রোমানিয়া।
‘দ্য আননোন অফিসিয়াল’, রিকজাফিক, আইসল্যান্ড।
‘মুসতাংস’, ভাস্কর-রবার্ট গ্লেন, লাস কলিনাস, টেক্সাস, যুক্তরাষ্ট্র
‘এক্সপানিসন’, ভাস্কর-পেইজ ব্রাডলি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
‘পিপল অব দ্য রিভার’, ভাস্কর-চোং ফাহ চেয়ং, সিঙ্গাপুর।
‘দ্য সুজ অন দ্য নব ব্যাংক’, ভাস্কর-ক্যান টোগে এবং গিউলা পর, বুদাপেস্ট, হাঙ্গেরি।
ব্লাক ঘোস্ট, ক্লাইপেডা, লিথুনিয়া।
অস্ট্রেলিয়ার মেলবোর্নের প্রাদেশিক লাইব্রেরির বাইরের ডুবন্ত বিল্ডিং
বাস্তবিক ভাস্কর্যসহ বিশ্বযুদ্ধের দৃশ্য, ইসিব্যাট, তুরস্ক
‘ম্যান হ্যাংগিং আউট’, প্রাগ, চেক রিপাবলিক।
‘লেস ভোয়াগিয়ার্স’, মারসেইলস, ফ্রান্স
‘দ্য মোমেন্ট অব অ্যান অ্যাননিমাস প্যাসারবাই’, রোকলো, পোল্যান্ড।
মন্তব্য চালু নেই