ছবিটিতে বড় একটা ত্রুটি রয়েছে, বলুন তো কী?

নিজেকে সুন্দর দেখাতে কে না চায়? বিশেষ করে ডিজিটাল দুনিয়ায়। কারণ ডিজিটাল দুনিয়ায় নিজেকে সুন্দর দেখানোটা অনেক সহজ, ফটো এডিটিংয়ের কল্যানে।
নিজেকে বা নিজের তোলা ছবিগুলোতে আকর্ষণীয় করে তুলতে তাই অনেকেই জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ ব্যবহার করেন। গ্ল্যামার দুনিয়ায় তো ফটোশপের ব্যবহার আরো বেশি।
তবে ফটোশপ ব্যবহারের ক্ষেত্রে বিব্রতকর একটা বিষয় হচ্ছে, যদি ঠিকঠাকমতো ছবি এডিট না করা হয়, তাহলে ছবিটিতে যে ফটোশপের কাজ করা হয়েছে তা তো ধরা পড়েই, পাশাপাশি এডিটিংয়ের ত্রুটি হাস্যরসাত্মক পর্যায়েও পৌঁছে।
তেমনি একটি ত্রুটিযুক্ত ছবি সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে ভাইরাল হয়েছে। অনেকেই ছবিটি শেয়ার করছেন এবং অন্যজনকে জিজ্ঞাসা করছেন, ছবিটির ত্রুটি খুঁজে দেখাতে। দেখুন তো আপনি পারেন কিনা।
কী মনে হচ্ছে, কয়েকজন মডেলেদের খুব সুন্দর একটা ছবি। তাই তো? কিন্তু একটু ক্লোজলি দেখুন। ছবিটিতে একটা ত্রুটি রয়েছে, যা খেয়াল করলে দেখা যাবে, ওই ত্রুটি এই পুরো ছবিটি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।
যা হোক, আশা করি আপনার জন্য এবার আরো সহজ হবে। ছবিটির আরো ক্লোজ দেখে নিন। ঠিক আপনার চোখের সামনেই রয়েছে ত্রুটি।
পারছেন না? সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে! শেষ আরেকবার চেষ্টা করে দেখুন।
যা হোক, ত্রুটিটা হচ্ছে, ছবিতে যে মডেলটি বসে রয়েছে, তার দুই পা- কিন্তু ডান পা! ব্যর্থ ফটোশপ এডিটিং।
মন্তব্য চালু নেই