ছক্কার রেকর্ডে গেইলকে ছুঁলেন অ্যান্ডারসন

টি-টোয়েন্টিতে ছক্কা মারার রেকর্ডে গেইলকে ছুঁলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। আন্তজার্তিক টি-টোয়েন্টে ক্রিকেটে সর্বোচ্চ ১৪টি ছক্কা হাঁকিয়ে সেরার রেকর্ডটি অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের দখলে।

২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আজ সে রেকর্ড ছোঁয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন।

তবে শেষপর্যন্ত ১০ ছক্কা হাঁকিয়ে থামতে হয়েছে অ্যান্ডারসনকে। বাংলাদেশের বিপক্ষে এমন আক্রমনাত্মক খেলে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। টি-টোয়েন্টিতে এক ম্যাচে ১০ ছক্কা হাঁকিয়ে ক্রিস গেইলের পাশে দাঁড়িয়েছেন অ্যান্ডারসন। ২০০৭ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০টি ছক্কা হাঁকিয়েছেন গেইল। ওই ম্যাচে ১১৭ রান করেছিলেন ক্যারিবীয় এ ব্যাটিং দানব।

তবে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার হিসেবে অ্যান্ডারসনের চেয়ে আরেক জায়গায় এগিয়ে গেইল। ২০১৬ সালে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকাতে গিয়ে ১১টি ছক্কা মেরেছিলেন গেইল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ।

বাংলাদেশের বিপক্ষে ১০ ছক্কা আর ২ চারে ৯৪ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডারসন। তার অপরাজিত এ ইনিংসে ভর করে শেষ টি-টোয়েন্টিতে মাশরাফি-তামিম-সাব্বিরদের ১৯৫ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।



মন্তব্য চালু নেই