ছক্কার বন্যা ঘটালেন হার্ড হিটার ওমর আকমল, থমকে গেল বিশ্ব!

স্টেডিয়ামে এটা কি তার স্বরুপ না নতুন রুপ? হার্ড হিটার ওমর আকমল নিজেকে প্রমাণ করেছেন পুরোমাত্রায়। ওমর আকমলের কাণ্ডে কাঁপল গোটা স্টেডিয়াম, থমকে গেল ক্রিকেট বিশ্ব। তার ব্যাট রুপ নেয় তলোয়ারে! আর তাতে বোকা বনে যান বড় বড় বোলাররা। ওমর গুলোর মত বোলারকে মোটেই ছাড় দেয়নি ওমর আকমলের ব্যাট।

রানের পাহাড়ে নিয়ে যান দলকে। ৪০ বলে ৯৩ রানের মহাকাব্যিক ইনিংস উপহার দেন ওমর আকমল। পিএসএলে আকমলের ব্যাটিংয়ের সুবাধে ২০ ওভার খেলা শেষে লাহোর কান্দাহারের রান সংগ্রহ হয় ১৯৪। কুয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে লাহোর জয় পায় ৬৩ রানের ব্যবধানে। ৯৩ রানের ফাটিয়ে দেয়া ইংনিসে ছরের মার থেকেই আসে ৪৮ রান।

আটটি ছয় মারেন তিনি। ধুন্ধুমার ব্যাটিংয়ে ফাটালেন ওমর আকমল। কেঁপে ওঠে গোটা গ্যালারি। মুগ্ধতার সবকিছুই পান ভক্তরা। ম্যাচ সেরাও হয়েছেন ওমর আকমল। তার ওই ইনিংসে ছিল ৬টি চারের মারও। মাত্র ১টি বল বাকি থাকতে ক্যাচ আউট তিনি।

সেঞ্চুরি করার পথে তার বাধা হেরমান। দুর্দান্ত একটি ক্যাচ তুলে নেন তিনি। ওমর আকমলের এমন ক্রিকেটে মুগ্ধ লাহোর পরিবার।



মন্তব্য চালু নেই