চড়ের পর এবার আমিরকে চুমু

ভারতের গত কয়েক মাসের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে সমালোচনা করায় বেশ বিপাকে পরে অবশেষে স্ত্রী সন্তান নিয়ে পাড়ি দিয়েছেন সুদূর আমেরিকায় বলিউডের অভিনেতা আমির খান। কদিন আগে তসলিমা নাসরিন বলেছেন ভারত হচ্ছে আমিরের জন্য সবচেয়ে নিরাপদ। শুধু তাই নয় বিদ্রুপ যোগী আদিত্যনাথও আমিরের উদ্দ্যেশে বলেছেন যে আমির দেশ ছাড়লে জনসংখ্যা কমবে। তারপর তো বলিউডের অনেক অভিনয়শিল্পীরাও আমিরের এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু এই সব কিছুর মাত্রা ছাড়িয়ে গিয়েছিল শিবসেনেরা। আমির খানকে চড় মারতে পারলে এক লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছিল শিবসেনার পাঞ্জাব শাখা।

বাস্তবে কেউ এমন কাজ না করলেও, ডিজিটাল দুনিয়ায় দেদার চড় মারার সুযোগ করে দিয়েছিল slapamir.com নামে একটি ওয়েবসাইট৷ অবশ্য ‘ইতি গজ’ করে জানিয়ে দেওয়া হয়েছিল, এ শুধু মজা করতেই তৈরি৷ এ নিয়ে যেন কেউ অসহিষ্ণু না হয়ে পড়েন৷ রাতারাতি বাড়ছিল চড়ের সংখ্যা৷ প্রায় তিন কোটি চড় হওয়ার আচমকাই উধাও সে সাইট৷তবে সেই চড়, এবার পরিণত হল চুমুতে৷এই Kissamir.com সাইটে আমিরের চোখে, গালে, ঠোঁটে এবার চুমু দিতে পারবে আমজনতা৷

তার জায়গা নিয়েছে এই আমিরের গালে চুমু দেওয়ার সাইট৷এখানেও প্রতি মাউস ক্লিকে আমিরে গালে ঠোঁটে পড়ছে চুমু৷ এবারে বলা হয়েছে, আমিরের গালে আঁকা চুমুতেই সহিষ্ণুতার বার্তা ছড়িয়ে পড়ুক৷ দেশ সহিষ্ণু, অসহিষ্ণু যাই হোক না কেন, আমিরের মতো চকোলেট হিরোকে ভার্চুয়াল চুমু দেওয়ার সুযোগও ছাড়ছেন না নেটিজেনরা৷ ইতোমধ্যেই প্রায় ২ লাখ চুমু পড়েছে আমিরের গালে৷



মন্তব্য চালু নেই