চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে রোনালদোই প্রথম
দলের গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে মেলা ধরার বহু দৃষ্টান্ত রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুলতে আবারও নিজের সেরাটা জানান দিলেন রোনালদো।
এবার কোয়ার্টার ফাইনালে শক্তিশালি বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে মাঠে নামার আগে চ্যাম্পিয়নস লিগে ৬৬০ মিনিট গোল বঞ্চিত ছিলেন রোনালদো। এর আগে সবশেষ গত সেপ্টেম্বরে স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে গোলের দেখা পেয়েছিলেন তিনি। গোলখরা কাটিয়ে গত ম্যাচে অ্যালিয়েঞ্জ অ্যারেনাতেই দলের গুরুত্বপূর্ণ সময়ে জোড়া গোল করলেন রোনালদো।
এরপর ফিরতি লেগে গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে হ্যাটট্রিক করেন পর্তুগাল অধিনায়ক। আর এ হ্যাটট্রিকের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইলফলকে পৌঁছলেন রোনালদো।
বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামার আগে ৯৭ গোল ছিল রোনালদোর স্কোরবোর্ডে। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৭৬ মিনিটে দুর্দান্ত হেডে গতকাল প্রথম গোলটি পান রোনালদো। এরপর অতিরিক্ত সময়ের ১০৪ মিনিটের মাথায় বা পায়ের হাফ ভলিতে নিজের দ্বিতীয় গোলটি পান তিনি। আর ১০৯ মিনিটের সময় মার্সেলোর সহায়তায় হ্যাটট্রিক গোলের সাহায্যে শতগোলের মাইলফলকে পৌঁছেন পর্তুগিজ এ সুপারস্টার। তবে তার এ গোলটি অফসাইডের মধ্য দিয়ে হয়েছে বলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে।
তথ্য সূত্র: গোল ডটকম
মন্তব্য চালু নেই