চ্যাম্পিয়নস লিগের বিশেষ একাদশে নেই মেসি!

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের উত্তাপ ছড়ানোর আগে যুক্তরাজ্যের ডেইলি মেইল প্রকাশ করেছে বিশেষ এক একাদশ। যেখানে রোনালদো, ইব্র্রাহিমোভিচরা জায়গা পেলেও নাম নেই বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা মেসির।

বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা জায়গা পাবেনই-বা কীভাবে, একাদশটা যে সাজানো হয়েছে চ্যাম্পিয়নস লিগে যার যার পজিশনে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়দের নিয়ে। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ১০৬ ম্যাচ খেলেছে মেসি।

৪-৪-২ ছকের একাদশে আক্রমণভাগে সুযোগ পেয়েছেন রাউল গঞ্জালেস (১৪২ ম্যাচ) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (১১৯)। ১২৭ ম্যাচ খেলা ক্রিস্টিয়ানো রোনালদোকে নেওয়া হয়েছে মিডফিল্ডার হিসেবে। এই দলের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।



মন্তব্য চালু নেই