চ্যাম্পিয়নদের মতো না খেলেও জয় পেল স্পেন
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ইউরো অভিযান শুরু গতবারের চ্যাম্পিয়নদের৷ পোড় খাওয়া যোদ্ধা পিকের গোলে জয় স্পেনের৷ যদিও, এদিন মোটেই চ্যাম্পিয়নদের মতো খেলেনি স্পেনের কোনো খেলোয়াড়৷
এদিন ৪-৩-৩ ছকে শুরু করে ভিসেন্তে দেল বস্কির স্প্যানিশ আর্মাডা৷ অন্যদিকে, রক্ষণে লোক বাড়িয়েই প্রথম থেকে খেলা শুরু করে চেক প্রজাতন্ত্র৷ প্রথম থেকেই আক্রমণে ঝাঁপালেও সাফল্য সহজে আসেনি৷
পজিটিভ স্ট্রাইকারের অভাবে বারবার ভুগেছে স্পেন৷ পোস্টের সামনে বেশ কিছু সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন মোরাতা, ফ্যাব্রেগাস-রা৷ তাঁদের সামনে প্রায় দেওয়াল হয়ে দাঁড়ান পের চেক৷
অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে স্পেনের বক্সে বেশ কয়েকবার বিপজ্জনক হয়ে ওঠেন ক্রেজসি, নেসিডরা৷ তবে, শেষ পর্যন্ত ফারাকটা গড়ে দিলেন সেই আন্দ্রেই ইনিয়েস্তা৷ ফের একবার প্রমাণ করে দিলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার৷
ম্যাচের বয়স তখন ৮৭ মিনিট৷ প্রায় মাঝমাঠ থেকে নিখুঁত ক্রস স্প্যানিশ মিডিওর৷ হেডারে বলকে গোলের ঠিকানায় পৌঁছতে কোনও ভুল করেননি জেরার পিকে৷ জয় এল বটে৷ কিন্তু, এদিন দাগ কাটতে পারল না তিকিতাকা৷
মন্তব্য চালু নেই