চৌমুহনীতে পৌর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রথম শ্রেণীর চৌমুহনী পৌরসভায় ১১ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌর পার্কের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা চৌরাস্তা সংলগ্ন বেগমগঞ্জ দীঘিরপাড়ের সৌন্দর্য্যবর্ধন ও চৌমুহনী পৌর পার্ক কাজের উদ্বোধন করেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেল বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল প্রমুখ। চৌমুহনী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক জানান, বর্তমান সরকারের বিশেষ বরাদ্ধে প্রথম ধাপে এক কোটি টাকা ব্যয়ে দিঘীরপাড় ভরাটের কাজ উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে আরো তিনটি ধাপে ১০ কোট টাকা ব্যয়ে দীঘিরপাড়ের সৌন্দর্য্যবর্ধন ও চৌমুহনী পৌর পার্কের নিমার্ণ কাজ সম্পন্ন করা হবে।
মন্তব্য চালু নেই