চোখ হারাতে পারেন জিতু

হামলার শিকার হয়ে চোখ হারাতে বসেছেন বলিউড অভিনেতা জিতু ভেমড়া। ‘বডিগার্ড’, ‘সোলজার’, ‘বোল বচ্চন’ কিংবা ‘সন অব সরদার’ এর মতো ছবিতে দেখা গেছে জিতুকে। গত বৃহস্পতিবার মাউন্ট আবু থেকে জয়পুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে জিতুর ভাই স্টান্ট (অ্যাকশন) পরিচালক মনোহর ভেমরা বলেন, চিত্রগড় এলাকার ৪০ কিলোমিটার আগে একটি বন অতিক্রম করছিলেন জিতু। এ সময় চালকের পাশের সিটে বসা ছিলেন জিতু। কিন্তু হঠাৎ করেই না-কি তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া শুরু হয়। এ সময় চালক গাড়ির গতি বাড়িয়ে দিলেও একটি পাথর এসে জিতুর চোখে লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে উদয়পুর বিমানবন্দর থেকে ওকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়া হয়।

এ ঘটনার দুই দিন পর জিতুর চোখে অস্ত্রোপচার করা হয়েছে। খারাপ খবর হলো, পাথারের আঘাতে তার চোখের ওপরের অংশের ক্ষতি হয়েছে। যে কারণে ১০টি সেলাই দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মনোহর। পুলিশি তদন্তে জানানো হয়, জিতুই একমাত্র ব্যক্তি নন, এর আগে ওই স্থানে আরও দুটি গাড়ির যাত্রীরা এভাবে হামলার শিকার হয়েছেন।



মন্তব্য চালু নেই