চোখ ধাধানো, বিশ্বের বিস্ময়কর কিছু আলোকচিত্র দেখুন ছবিতে

আলোকচিত্রকে বলা হয় জীবনের প্রতিচ্ছবি। তবে সব আলোকচিত্রই জীবন্ত নয়। আলোকচিত্র জীবন্ত হয় আলোকচিত্রীর দৃষ্টিভঙ্গির প্রখরতা আর তার মস্তিষ্কপ্রসূত জ্ঞানে। বিশ্বের অনেক বিখ্যাত আলোকচিত্রের চিত্রগ্রাহক হয়ত তার সেই স্থিরচিত্রে এক অন্যরকম নিজস্বতা জানান দিয়েছেন। আবার এমনও কিছু আলোকচিত্র আছে যার কৃতিত্ব আলোকচিত্রির পাশাপাশি প্রকৃতিকেও দিতে হয়। বিভিন্ন সময়ে তোলা পৃথিবীর বিচিত্র কিছু আলোকচিত্র নিয়ে আজকের আয়োজন।

০১. ব্রাজিলিয়ান চিত্রশিল্পী রেজিনা সিলভিরার আঁকা জীবন্ত চিত্রকর্মটি আরও বেশি জীবন্ত হয়েছে এই আলোকচিত্রে।

০২. পাহাড়ের বুক চিরে পরতে পরতে ইতালির ‘স্যান বলদো’ গিরিপথ। সে পথেই রাখাল পশু নিয়ে যাওয়ার সময় যে শৈল্পিকতা তৈরি হয়, তা ধরা পড়ে ইতালীয় আলোকচিত্র শিল্পী জিয়ানকার্লো র্যডোর ক্যামেরায়।

০৩. ইউএস নেভির একঝাঁক ব্লু অ্যাঞ্জেলের দুর্দান্তভাবে পাশাপাশি উড়ন্ত অবস্থার আলোকচিত্রটি সত্যিই বিস্ময়কর।

০৪. পদার্থবিদ্যার সব নিয়ম ভেঙে ইতালির ‘সিনিজিউন’ বাঁধের উপর দিকে ছুটে চলছে একঝাঁক বন্য ছাগল।

০৫. ভূমিকম্প বদলে দিয়েছে নিউজিল্যান্ডের সোজা রেলপথকে।

০৬. রাশিয়ায় দাবানলের পর একটি বৈদ্যুতিক খুঁটি।

০৭. বিকৃত মাথার এই আলোকচিত্রটি যুক্তরাষ্ট্রভিত্তিক ‘দ্য মায়ামি’ পত্রিকার ওয়েবসাইট থেকে নেওয়া।

০৮. ক্যামেরার পার্শ্বাভিমুখ বদলে ছবিটি তুলেছেন ফ্রান্সের আলোকচিত্রি ‘ফিলিপ র্যামিট’।

০৯. একজন ফরাসি জেলের শিকার করা একটি দৈত্যাকার গোল্ডফিস।
























মন্তব্য চালু নেই