চেলসি-ম্যানসিটির লজ্জা
একসঙ্গে এতবড় লজ্জার মুখোমুখি আর কখনও হয়নি সম্ভবত হোসে মরিনহো। শনিবার রাতে এফএ কাপের খেলায় রীতিমত পঁচা শাকুমের মতই পা কেটেছে চেলসি আর ম্যানসিটির। দু’দলই হেরেছে অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে।
স্ট্যামফোর্ড ব্রিজে প্রায় ৪২ হাজার দর্শকের সামনে শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিলো চেলসি। ২১ মিনিটে গ্যারি কাহিল এবং ৩৫ মিনিটে গোল করেন র্যামিরেস।
এরপরই শুরু হয় ব্র্যাডফোর্ড শো। ৪১ মিনিটে জনাথন স্টিড, ৭৫ মিনিটে ফিলিপ মোরাইস, ৮২ মিনিটে অ্যান্ড হ্যালি ডে এবং ৯০+৪ মিনিটে চতুর্থ গোল করেন মার্ক ইয়াতিস। এই হারের কারণ এফএ কাপ থেকেই ছিটকে পড়লো চেলসি।
অপরদিকে ২-০ গোলে নিজেদের মাঠে মিডলর্সবাগের কাছে হেরে গেল ম্যানচেস্টার সিটি। ৫৩ মিনিটে প্যাটট্রিক ব্যামফোর্ড এবং ৯০+৩ মিনিটে গার্সিয়া গোল দুটি করেন। এই হারে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানসিটিও।
মন্তব্য চালু নেই