চেলসিতে ফিরছেন দ্রগবা?
চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয় করে ক্লাবটিতে কিংবদন্তি তুল্য হয়ে আছেন দ্রিদিয়ের দ্রগবা। দলের সিনিয়র খেলোয়াড়েদের বিদায়ে তাই সেই দ্রগবাকেই স্মরণ করছে চেলসি বস মরিনহো।
প্রায় দশ বছর আগে চেলসিতে ২ কোটি ৪০ লাখ পাউন্ডে চেলসিতে এসেছিলেন তিনি। আবারও স্ট্র্যামফোর্ড ব্রিজে রাজসিক প্রত্যাবর্তন করবেন তিনি এমনটাই জানিয়েছে চেলসি।
৩৬ বছর বয়সী এই আইভরিয়ান তারকা তার ১৮ মাসের গ্যালাতেসারে মেয়াদ শেষে এখন ফ্রি এজেন্ট হিসেবে আছেন। তবে এবার শুধু খেলোয়াড় নয় কোচের দায়িত্বও পালন করবেন তিনি। এর আগে আট বছর এই ক্লাবে খেলেছেন দ্রগবা।
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, অ্যাসলে কোল, ইতোর বিদায়ে অভিজ্ঞতার যে শূন্যতা দেখা চেলসিতে তা পূরণের জন্যই মরিনহোর এই সিদ্ধান্ত। দলকে অভিজ্ঞতা দিয়ে নেতৃত্বের দায়িত্ব থাকবে দ্রগবার কাধে।
আর সেই লক্ষ্যে আগামী সাপ্তাহে এক বছরের চুক্তিতে আবদ্ধ হবে দ্রগবা ও চেলসি এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী চেলসি। আর চেলসির সেই আশায় সায় দিলেই নীল জার্সি গায়ে আবারো দ্রগবাকে দেখবে চেলসি ভক্তরা।
মন্তব্য চালু নেই