চেনেন এঁকে? ‘বিগ বস’-এ এবার আসছেন ইনি। পাকিস্তান থেকে!

এঁর পরিচয় আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। ইমরান খান থেকে পাকিস্তান ক্রিকেট টিম, সকলের উদ্দেশ্যে যৌনতায় ঠাসা একের পর এক বার্তা দিয়ে ইনি ইতিমধ্যেই ঝড় তুলেছেন। তার পরে বিরাট কোহলির জন্য ছিল মোহিনী-প্রস্তাব, ‘‘অনুষ্কাকে ছেড়ে আমার কাছে এস।’’

বলা বাহুল্য, বিরাট সে প্রস্তাবে সাড়া দেননি, পাকিস্তানেও যাননি। কিন্তু তিনি পাকিস্তান থেকে ভারতে আসার তোড়জোর শুরু করে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। ব্যাগপত্তর গুছিয়ে নিয়েছেন। এখানে তাঁকে স্বাগত জানাতে তৈরি রাখা হয়েছে বাড়িও। ‘বিগ বস’-এর বাড়ি।

শোনা যাচ্ছে, এবারের ‘বিগ বস’-এর সবথেকে বড় আকর্ষণ হতে চলেছেন ইনি। নাম? এতক্ষণে নিশ্চয়ই চিনে নিয়েছেন, কান্দিল বালোচ। পাকিস্তানের সেই মোহময়ী যিনি একের পর এক সেক্স বার্তা দেন।



মন্তব্য চালু নেই