চেক স্টাইলে বাজিমাত

চেক স্টাইল দেখতে যতটা আকর্ষণীয়, ক্যারি করাটা কিন্তু বেশ শক্ত। তবে, ঠিকঠাকভাবে চেক আউটফিট ক্যারি করতে পারলে এই স্টাইল কিন্তু দারুণ মানানসই। কী ধরনের চেক বাছবেন, তা নিয়েই রইল কিছু টিপস্।

উইন্ডোপেন চেক – ফ্যাশনপ্রেমীদের অন্যতম পছন্দ এই চেক। ঠিকঠাকভাবে পরতে পারলে আপনি হয়ে উঠতে পারেন কোনও অনুষ্ঠানের মধ্যমণি। পোলো শার্ট, ক্যাজ়ুয়াল ব্লেজ়ার, বম্বার জ্যাকেট এই ধরনের চেকের সঙ্গে একদম মানানসই জুড়ি। যদি উইন্ডোওপেন চেকের প্যান্ট পড়েন, সেক্ষেত্রে একদম সাদামাটা টিশার্ট পড়ুন। যাতে আপনার চেক প্যান্টটি সকলের নজর কাড়ে।

স্ট্রাইপস – একটু ভিন্ন ধরনের লুক চাইলে স্ট্রাইপস ব্যবহার করতে পারেন। যদি আপনার উচ্চতা কম হয়, সেক্ষেত্রে ডায়াগোনাল স্ট্রাইপ ব্যবহার করতে পারেন। এতে আপনার উচ্চতা অনেকটাই বেশি মনে হবে।

ক্যামোফ্লেজ – বহু বছর ধরেই পুরুষদের মধ্যে জনপ্রিয় এই ফ্যাশন। যাঁরা অ্যাকসেসরিজ় ব্যবহার করতে পছন্দ করেন, তাঁদের জন্য একদম উপযুক্ত এই ধরনের আউটফিট। চাইলে ক্যামোফ্লেজের সঙ্গে ব্যাকপ্যাক, ট্রেনার্স ব্যবহার করতে পারেন।



মন্তব্য চালু নেই