চূড়ান্ত অনুমোদন পেল চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

দেশের গুরুত্বপূর্ণ দুই মহানগরী চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চালু করতে আইনের চূড়ান্ত অনুমোদন করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫’ এবং ‘রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে চলতি বছরের ২৩ মার্চ এ আইনের নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

এ দুটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে দেশে চিকিৎসা বিষয়ে উচ্চশিক্ষার বিদ্যাপীঠের সংখ্যা হবে তিনটি। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চকে (পিজি হাসপাতাল) বাংলাদেশের প্রথম চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল কলেজসহ আঞ্চলিক মেডিক্যাল কলেজগুলো এ দুটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে।



মন্তব্য চালু নেই