চুয়াডাঙ্গায় শোভা যাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব নারী দিবস পালিত
শামীম রেজা, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : “অধিকার.মর্যাদায়,নারী-পুরুষ সমানে সমান” এই শ্লো-গানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ আয়োজন করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরীর নেতৃত্বে পৌরসভা চত্বর থেকে বিভিন্ন নারী সংগঠনের অংশগ্রহনে শোভাযাত্রা বের হয়ে বড় বাজার শহীদ হাসান চত্বর ঘুরে শেষ হয় ।
শোভাযাত্রা শেষে সেখানে চুয়াডাঙ্গা পৌর সভার মহিলা কাউন্সিলর শেফালী খাতুনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার নারীরা এতে অংশ নেন । এছাড়াও পৌরসভার কাউন্সিলর,মহিলা কাউন্সিলর ও পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারিরা অংশগ্রহন করেন।
প্রধান অতিথি পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, পরিবার ও সমাজে নারীর অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক সকল কাজের মূল্যায়ণ হলে নারীর মর্যাদা বৃদ্ধি পাবে এবং নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা কমে আসবে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সহায়ক হবে।
মন্তব্য চালু নেই