চুয়াডাঙ্গায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন-সমাবেশ
অষ্টম জাতীয় পে-স্কেলে শর্তহীনভাবে অর্ন্তভুক্তি ও চাকরি জাতীয়করণের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের মানুষ তৈরির কারিগর বলা হয়, অথচ আমাদের সঙ্গে সরকার বিমাতাসুলভ আচরণ করছে।
অবিলম্বে এ দাবি মানা না হলে শিক্ষা প্রতিষ্ঠানে তালাসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা রাশিদুল ইসলাম, শেখ সেলিম, আবুল কাশেম, খাইরুল ইসলামসহ উপজেলা ইউনিটের নেতারা।
সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনে করেন শিক্ষক কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।
মন্তব্য চালু নেই