চুয়াডাঙ্গায় পুলিশ প্রশাসনের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিসভা

শামীম রেজা, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ‘ভোকেন্দ্রের যে কোন পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবেলা করবেন। কোন চাপের কাছে মাথা নত করবেন না। কোন অভিযোগ কিংবা কর্তব্য পালনে কোন ধরণের গাফিলতির প্রমান পাওয়া গেলে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান বৃহস্পতিবার সকালে চুয়াডঙ্গার পুলিশ লাইন কনফারেন্স রুমে ইউপি নির্বাচনের প্রস্তুতিসভায় এসব কথা বলেন।

আগামি ২৩ এপ্রিল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ, খুলনা আরআরএফের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমাম মুহাম্মদ সাদিদ, আনোয়ার হোসেন প্রমুখ।

আগামী ২৩ এপ্রিল চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচনে দায়িত্বরত দেড় সহ¯্রাধিক পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশসহ অন্য জেলার ১ হাজার ৬শ ৯৬ জন দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য. আগামী ২৩ এপ্রিল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ৬টি হলো কালিদাসপুর, ডাউকি, বেলাগাছী, খাসকররা, জেহালা ও জামজামি।



মন্তব্য চালু নেই