চুয়াডাঙ্গায় ডেইলী ষ্টার সম্পাদকের নামে ১০ কোটি টাকার মানহানি মামলা

শামীম রেজা, চুয়াডাঙ্গা থেকে: চুয়াডাঙ্গায় ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। জেলা আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি বাদী আজ সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলা আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিজ্ঞ ভারপ্রাপ্ত বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক মামলা আমলে নিয়ে আগামী ৮ মার্চ আদেশের জন্য দিন ধার্য্য করেছেন। পেনাল কোডের ১২০(খ)/৫০০/৫০১ও ৫০৬ ধারায় দায়ের করা ওই মামলায় বাদী অভিযোগ করেছেন, ২০০৭ সালের ৩ জুন ডেইলী স্টার পত্রিকা ও এর অনলাইন সংস্করণে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও অপবাদমূলক মানহানিকর খবর প্রচার করতে থাকেন। এতে তাঁর অপুরণীয় ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ অনুমান ১০ কোটি টাকা। আসামী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তাঁর করা অপরাধের কথা স্বীকার করেছেন। যার কারনে বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডেইলী ষ্টার সম্পাদক মাহফুজ আনামের এ কাজ রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে।



মন্তব্য চালু নেই