চুয়াডাঙ্গায় ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম ॥ ঢাকায় রেফার্ড

শামীম রেজা, চুয়াডাঙ্গা থেকে: অভ্যন্তরীন কোন্দলের জের ধরে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পশু হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। গুরুতর আহত ছাত্রলীগ নেতা নাজমুল হক বিপ্লবকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ার জাকির হোসেনের ছেলে নাজমুল হক বিপ্লব সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিল। ঘটনার সময় সে পশু হাসপাতালের সামনে বসেছিল।

এ সময় ৩-৪টি মোটরসাইকেল যোগে প্রতিপক্ষের গ্রুপের ছেলেরা এলোপাতারি কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। মুমুর্ষ অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সউদ করিম জন তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই