চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ পাচারকারি আটক
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/04/876-1-900x450.jpg)
শামীম রেজা, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তবর্তী নাস্তিপুর গ্রাম থেকে ২টি সোনার বার সহ শফিউল আলম নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে ৬ বিজিবি সদস্যরা । আজ বুধবার বেলা ১১টার দিকে বিজিবির একটি টহল দল শফিউলের শরীর তললাসী করে সোনার বার দুটি উদ্ধার করে । উদ্ধারকরা সোনার ওজন ৬শ’ ১৯ গ্রাম যার বাজার মূল্য ৩৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আজ বুধবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজিবি পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, নাস্তিপুর গ্রামের রবিউল হকের ছেলে শফিউল আলম (৪০) সোনার বার বহন করে মোটরসাইকেল চালিয়ে সীমান্ত এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে আসছে, এমন খবর পায় গোপনে বিজিবি সদস্যরা। সদস্যরা তাঁকে থামিয়ে শরীরে তলালসী চালায় । উদ্ধার করা হয় ৬শ’ ১৯ গ্রাম ওজনের ২টি সোনার বার । এ সময় শফিউলের মোটর সাইকেলটি জব্দ করা হয় । আটক ব্যক্তিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে ।
মন্তব্য চালু নেই