চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন
শামীম রেজা, চুয়াডাঙ্গা থেকে: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২য় শস্য বহুমূখীকরণ প্রকল্পের আওতায় ২০টি স্টল সম্বলিত ৫দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় দামুড়হুদা উপজেলা চত্বরে এ কৃষি মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার।
কৃৃষি মেলা উদ্বোধনকে কেন্দ্র করে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফি রফিকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলী আজগার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার দে, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.জাকারিয়া আলম ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলী আজগার বলেন, “সরকার পরিকল্পিত উপায়ে চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে। কম পরিমান জমিতে কিভাবে অধিক ফসল ফলানো যায় সে সব কর্মকান্ডে কৃষি বিভাগ ভূমিকা রেখে চলেছে।”
মন্তব্য চালু নেই