চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

শামীম রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পাগলা পুকুর নামক স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শিমুল হোসেন (৩০) মারা গেছেন। বুধবার বেলা ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে। সে চুয়াডাঙ্গা জেলা শহরের বাগানপাড়ার নূর আলমের ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, বুধবার বিকালে মোটরসাইকেল চালক শিমুল দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। পথে লোকনাথপুরে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিমুল নিহত হন।



মন্তব্য চালু নেই