চুয়াডাঙ্গার জীবননগরে ছেলেকে পিটিয়ে হত্যা করলো পাষন্ড পিতা

শামীম রেজা, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড এক পিতা। নির্মম এ হত্যার ঘটনাটি ঘটেছে জেলার জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামে। ঘটনার পর থেকেই ঘাতক পিতা আবুল কাশেম পলাতক রয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের আবুল কাশেম তার পৈত্রিক মাঠের জমি বিক্রি করতে চাইলে তার ছেলে আরিফুল তাতে বাধা দেয়। এই নিয়ে শনিবার রাত ১২টার দিকে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পিতা-পুত্রের উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে আবুল কাশেম তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ছেলে আরিফুলকে পেটাতে শুরু করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থান মারাক্তক জখমের সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা আরিফুলকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রবিবার সকালে নেওয়া হয় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থান রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে আরিফুল মারা যায়।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। রাতে মামলা হতে পারে বলে জানান ওসি।



মন্তব্য চালু নেই