চুয়াডাঙ্গার কানাইডাঙ্গা গ্রামে ছেলের ধারালো অস্ত্রাঘাতে বাবা নিহত
শামীম রেজা, চুয়াডাঙ্গা থেকে: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে ছেলে ধারালো অস্ত্রাঘাতে বাবা নিহত হয়েছে। আজ সোমবার বেলা আনুমানিক ৩টার দিকে এ ঘটনাটি ঘটে ।
এলাকাবাসীর উদ্বৃতি দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, জমির ফসলের ভাগ নিয়ে কানাইডাঙ্গা গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে নজরুল মলিলকের সঙ্গে তার একমাত্র ছেলে জাহিদুল (২৮)’র গত কয়েকদিন ধরে বাক বিতন্ডা চলে আসছিল।
সোমবার দুপুরে বাড়ীর অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে জাহিদুল তার বাবা নজরুলকে (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় । নজরুল মলিলকের চিৎকারে গ্রামের আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজীবুল ইসলাম মুমুর্ষ নজরুরের মৃত্যু নিশ্চিত করেন। এ ব্যাপারে মামলা হবে বলে তিনি জানান।
মন্তব্য চালু নেই