চুলের নতুন স্টাইল ইউনিকর্ন হেয়ার!
রেইনবো হেয়ার কিংবা গ্লিটার রুট ভুলে যান। নতুন হেয়ার স্টাইল আসলো ইউনিকর্ন হেয়ার।
মেয়েরা সামনের চুল উপরের দিকে এমনভাবে বেনী করছে যেন তা দেখতে ইউনিকর্নের শিংএর মতো লাগছে। বিভিন্ন রঙের শেড দিয়ে তারা চুলগুলো রঙও করছে।
ইউটিউবে ভেনাস অ্যাঞ্জেলিক নামে একজন একটি ফ্যাশন টিউটোরিয়াল তৈরি করেছেন যা দেখে আপনি শিখতে পারবেন কীভাবে ইউনিকর্নের মতো করে বেনী করা যায়। সামনে প্রথমে একটি পনি টেইল তৈরি করতে হবে। পরে পাশের চুলগুলো এর চারপাশে পেচিয়ে দিলে হয়ে যাবে।
শুধু মেয়েরা নয়, ছেলেরাও এটা করতে পারে। তবে আপনার কাছে এটা খুব বেশি মনে হলে আপনার পোষা কুকুরকেও এই স্টাইলে সাজাতে পারেন।
মন্তব্য চালু নেই