চুম্বন দৃশ্যে আর অভিনয় করবেন না শহীদ

বলিউড অভিনেতা শহীদ কাপুরের বিয়ে নিয়ে বলিউডপাড়া পুরো সরগরম। মীরা রাজপুতকে আগামী ১০ জুলাই বিয়ে করতে চলেছেন শহীদ। আর এই বিয়েকে সামনে রেখেই ক্যামেরার সামনে চুম্বন দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নিলেন তিনি।

জানা যায়, অভিনেতা হিসেবে এতোদিন স্বাধীন থাকলেও আগামী সব সিনেমার চুক্তিপত্রে চুম্বন দৃশ্য না রাখার শর্ত জুড়ে দেবেন শহীদ কাপুর। পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করে স্ত্রীকে অস্বস্তিতে ফেলতে চান না ৩৪ বছর বয়সী এই অভিনেতা।

উল্লেখ্য, শহীদ কাপুর বর্তমানে ‘উড়তা পাঞ্জাব’ ও ‘রাঙ্গুন’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।



মন্তব্য চালু নেই