চুম্বনে জন আব্রাহামের ‘না’
বিয়ের পর অনেকটাই পাল্টে গেছেন জন আব্রাহাম। তাই পর্দায় কোন ঘনিষ্ঠদৃশ্য, এমনকি সাধারণ চুম্বন দৃশ্যে অভিনয় করতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিরর বলছে, স্ত্রীর নিষেধাজ্ঞার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জন আব্রাহাম।
সম্প্রতি ‘ওয়েলকাম’ ছবিতে শ্রুতি হাসানের সঙ্গে জুটি বেঁধেছেন জন আব্রাহাম। ছবির একটি গানের দৃশ্যে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যাওয়ার কথা। কিন্তু জন সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এ ধরণের কোন দৃশ্যেঅভিনয় করবেন না। এরকম সিদ্ধান্তের কারণ জানতে চাইলে, জন অবশ্য বিষয়টি এড়িয়ে যান।
এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ভিন্ন কথা। তাদের মতে বিয়ের পর বেশ গুটিয়ে চলাফেরা করছেন এই অভিনেতা। নিজেকে এখন আর পর্দায় কোন নায়িকার সঙ্গে ঘনিষ্ঠভাবে উপস্থাপন করতে চান না তিনি। এর কারণ মূলত স্ত্রীর নিষেধাজ্ঞা।
মন্তব্য চালু নেই