চুম্বক মানবের কেরামতি!

লোহাকে আকর্ষণ করে চুম্বক। মানবদেহেও রয়েছে এই চৌম্বকীয় ‍অকর্ষণ, তবে কি তা লোহাকে আকর্ষণ করে? হ্যাঁ করে তো! অরুণ রাইকুর ভারতের মধ্যপ্রদেশের সাগার জেলার বাসিন্দা। তার শরীরে রয়েছে অস্বাভাবিক ম্যাগনেটিক পাওয়ার বা চুম্বকীয় আকর্ষণ। যার বলে তার শরীর অনায়াসে লোহা আর অ্যালুমিনিয়াম সামগ্রী আকর্ষণ করে।

রাইকুর নিজের এই চৌম্বকীয় শক্তির কথা নিজেই জানতেন না। মাত্র ক’মাস আগে ঘরের কাজ করার সময় একটি পেরেক তার শরীরে লেগে যায়। তিনি নিজেই হতবাক হয়ে পড়েন নিজের গোপন ক্ষমতার কথা জেনে। এরপর থেকে চামচ ও লোহার সামগ্রী নিজের শরীরে লাগিয়ে দেখছেন তিনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও সেগুলো অনড় থাকছে ও এঁটে রয়েছে চামড়ার সঙ্গে। সবচেয়ে বেশি চৌম্বকীয় আকর্ষণ রয়েছে তার বুক, পেট ও পিঠে।

৩৭ বছর বয়সী রাইকুর জানান, আমার কোন ধারণা নেই এটা কী করে হচ্ছে এবং আমি জানতেও চাই না। এটা নিয়ে আমি গর্বিতও নই। তবে যখন মানুষ আমার এ চৌম্বকীয় ক্ষমতা দেখতে আসে তখন ভালো লাগে।



মন্তব্য চালু নেই