‘চুমু দেওয়াটা আপত্তিকর নয়’

সম্প্রতি পর্দা নামল সিনেমা পুরস্কারের সবচেয়ে বড় আসর একাডেমি এ্যাওয়ার্ড ওরফে অস্কারের। অনেকে বলেছেন, ৮৭তম অস্কার অনুষ্ঠান অনেকটাই বোরিং ছিল, কিন্তু ভ্রু কোঁচকানোর মতো ঘটনাও কম ঘটেনি। এই যেমন রেড কার্পেটে আচমকা স্কারলেট জোহানসনের গালে চুমু দিয়ে বসেন জন ট্রাভোল্টা।

এ নিয়ে ভীষণ সমালোচনায় পড়েন ট্রাভোল্টা। এমনকি ওই ঘটনার একটি ছবিরও সমালোচনা করেন অনেকে। তবে একে মোটেও আপত্তিকর মনে করেননি মিস জোহানসন। তিনি বলেন, ‘চুমু দেওয়াটা আপত্তিকর নয়।’

ইন্ডিয়া টুডে জানায়, রেড কার্পেটে জোহানসনের গালে চুমু দেওয়াটা দর্শকদের কাছে আপত্তিকর হলেও জোহানসনের কাছে ছিল তা বেশ আনন্দের। সম্প্রতি এ নিয়ে হলিউডপাড়ায় নানা সমালোচনায় পড়লে ট্রাভোল্টার পক্ষে মুখ খোলেন জোহানসন।

তিনি বলেন, ‘জনের সঙ্গে আমার বেশ কয়েক বছর দেখা হয়নি এবং তার সঙ্গে সাক্ষাৎ সব সময়ই সুখকর একটি বিষয়। বাস্তব একটি অনুভূতির চিত্রটি দুর্ভাগ্যজনকভাবে ‍মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে।’

জোহানসন আরও বলেন, ‘তবে আমার কাছে এটা খুবই মিষ্টি একটি বিষয় এবং আমি ট্রাভোল্টাকে স্বাগত জানাই। ওই ছবিতে আপত্তিকর কিছুই নেই।’



মন্তব্য চালু নেই