চুপিসারে বিয়ে করেছেন মল্লিকা!

চুপিসারে বিয়ে করলেন মল্লিকা শেরওয়াত। এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। মল্লিকা নাকি প্যারিসে গিয়ে গাটছড়া বেঁধেছেন। পাত্র আর কেউ নয়, তার দীর্ঘদিনের প্রেমিক। পেশায় ব্যবসায়ী। নাম সাইরিলে অ্যাক্সেনফ্যান্স। তিনি ফ্যান্সের নাগরিক।

মল্লিকার বাবা মুকেশ লাম্বা জানিয়েছে, বিয়ের খবর উড়ো নয়। সত্যি। মল্লিকা বিয়ের বন্ধনে জড়িয়েছেন।

এদিকে এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করছেন মল্লিকা। ৩৯বছর বয়সী বলিউডের এই অভিনেত্রী টুইটারে টুইট করেছেন ‘বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যা। আমি বিয়ে করলে সকলকে নিমন্ত্রণ জানাবো’।

টুইটারে তিনি আরও লিখেছেন, ‘আমি কান চলচ্চিত্র উৎসব ও ছবির প্রতি মনোযোগী। বিয়ে নিয়ে মনোযোগী নই।’



মন্তব্য চালু নেই