চিড় ধরা পড়েছে মাশরাফির হাতে

নিউজিল্যান্ড থেকে বয়ে এল দুঃসংবাদ। ক্যারিয়ারে আরও একবার ইনজুরির শিকার হলেন মাশরাফি বিন মুর্তজা। কবজির হাড়ে চিড় ধরা পড়েছে তাঁর। মাশরাফি অবশ্য টেস্ট দলে নেই। আর রঙিন পোশাকে এটাই ছিল সফরের শেষ ম্যাচ।

ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বল ছিল সেটি। মাশরাফির ফুল টসে সজোরে সোজা ব্যাট চালিয়েছিলেন কোরি অ্যান্ডারসন। ফলো থ্রুতে ঝাঁপিয়ে বলটি ঠেকানোর চেষ্টা করেন মাশরাফি। বল হাতের তালুকে লেগে ছিটকে যায়। তখনই ব্যথায় কাতরাচ্ছিলেন অধিনায়ক।

ফিজিও তাৎ​ক্ষণিকভাবে চিকিৎ​সা দেওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান মাশরাফি। ওভারের শেষ চারটি বলে করেছেন মোসাদ্দেক। ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎ​সা হিসেবে বরফ লাগিয়ে বসে ছিলেন। ম্যাচ শেষে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। স্ক্যান করানোর পর ধরা পড়েছে ​এই চিড়।

বাংলাদেশ দল থেকে এ ব্যাপারে এখনো কিছু জানা না গেলেও চিড় ধরার ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে হাসপাতাল সূত্রে। কত দিন মাশরাফিকে বাইরে থাকতে হবে, অস্ত্রোপচার লাগবে কি না, তা শিগগিরই জানা যাবে।

বর্তমান সূচিতে আগামী মে মাসের আগ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে বা টি-টোয়ে​ন্টি নেই।



মন্তব্য চালু নেই