চিত্রনায়িকার এ কেমন অশ্লীলতা (ভিডিও)

কোথায় যাচ্ছে আমাদের সামাজ। বিনোদনের নামে যেন চলছে খোলামেলা ছবির মহরত। সেসবের খবর প্রকাশ করলে অনেক পাঠক বলেন এসব খারাপ

সংবাদ কেন। ভালো কিছু করতে পারেন না। তাহলে কি এসব চলতেই থাকবে, আর ধরিয়েওদেয়া যাবে না?

বাংলা চলচ্চিত্রে সুদিনের কথা কারো অজানা নয়। তখন নায়ক নায়িকার একটু রোমান্স মানে হাত ধরা, কিংবা চোখে চোখ রাখা। খুব বেশী হলে চোখ টিপে কাছে ডাকা। কিন্তু এখন? নিউজের ছবিটি প্রতীকি হলেও এরকম অনেক নায়িকাকে তার সব পোশাক খুলে বসে থাকতে হয় ক্যামেরার সামনে। অনেকে আবার এসব নায়িকাদের বলেন স্মার্ট!

তেমনি একটি ভিডিও ক্লিপ আমরা অনলাইনে দেখেছি। যেখানে নায়কের সাথে নায়িকার একটি গানের দৃশ্যে নায়িকার ড্রেস আপ, অঙ্গভঙ্গি, জড়াজড়ি এসব অনেক ক্ষেত্রেই ছাড়িয়েছে খোলামেলা ছবিকেও। সেই ভিডিওটি দেখে আপনারাই দেখুন অশ্লীলতার মাত্রা।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন

https://www.youtube.com/watch?v=rphpaWr0Yz0



মন্তব্য চালু নেই