চিটফান্ড কেলেঙ্কারিতে ঋতুপর্ণা-প্রসেনজিতের নাম ‘জড়ালেন’মমতা ব্যানার্জী!
কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের সামনে তৃণমূল কংগ্রেসের তিনদিনের ধরনা কর্মসূচীর প্রথম দুদিন ফ্লপ৷ শেষ দিনে কর্মসূচি হিট করে গেল দলনেত্রী মমতা ব্যানার্জীর সৌজন্যে৷ ধরনা মঞ্চ থেকে নিজস্ব স্টাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি এক নতুন বিতর্কের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী৷
রোজভ্যালি কাণ্ডে তদন্তে নেমে টলিউডের এক প্রথম সারির নায়িকার যোগ পেয়েছেন সিবিআই কর্তারা৷ জানা গিয়েছে, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর টাকায় একাধিকবার বিদেশ ভ্রমণ থেকে শুরু করে বিভিন্নরকম আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন ওই নায়িকা৷
তদন্তকারী অফিসারদের কাছে এমনই একাধিক প্রমাণ রয়েছে
ওই নায়িকার বিরুদ্ধে৷ কিন্তু এখনও সেই নাম প্রকাশ্যে আনেনি সিবিআই৷ বুধবার হঠাৎ ধরনা মঞ্চ থেকে টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম করে সেই বিতর্কে নয়া ইন্ধন দিলেন মমতা৷ একইসঙ্গে অভিনেতা প্রসেনজিতেরও নাম করেছেন মুখ্যমন্ত্রী৷
মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতার প্রশ্ন, কী করেছেন তাপস পাল, সুদীপ ব্যানার্জী? কী করেছেন মুকুল, ববি? কী করেছেন শতাব্দী, প্রসেনজিৎ, ঋতুপর্ণারা? ওরা সিনেমা করে, ওদের কী অপরাধ? এরপরেই টলিউডের সঙ্গে রোজভ্যালি কাণ্ডের যোগাযোগ নিয়ে জল্পনা আরও তীব্র হয়ে যায়৷
কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে মমতার প্রশ্ন রোজভ্যালি ইস্যুতে মমতার মুখে টলিউডের দুই নক্ষত্রের নাম শুনে বিস্মিত গোটা রাজনৈতিক মহল৷ হঠাৎ কেন তিনি প্রসেনজিৎ, ঋতুপর্ণার নাম বললেন আরবিআইয়ের ধরনা মঞ্চে দাঁড়িয়ে?
বিজেপি নেতা রীতেশ তিওয়ারির মন্তব্য, আজ থেকে দিন ১৫ আগে মমতা ব্যানার্জী বলেছিলেন সিবিআইয়ের কয়েকজন অফিসারের সঙ্গে তার যোগাযোগ আছে৷ সিবিআই কাকে কাকে ডাকতে পারে সেটা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানতে পেরেছেন৷ তাই নামগুলো আগে থেকে বলে দিচ্ছেন৷ যেরকম আজ থেকে দুবছর আগে তিনি সারদা কাণ্ডের সময় বলে ছিলেন, কুণাল চোর? টুম্পাই চোর? মদন চোর? মুকুল চোর? আসলে মমতা ব্যানার্জী জানেন কারা কারা সুদীপ্ত সেন বা গৌতম কুণ্ডুর দ্বারা উপকৃত হয়েছে৷ কলকাতা ২৪
মন্তব্য চালু নেই