চিকিৎসা শেষে দেশে ফিরছেন দিতি
চিকিৎসার জন্য দীর্ঘ ৫০ দিন ভারতে ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। আজ দুপুরে দেশ ফিরছেন তিনি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি।
২৫শে জুলাই দিতি চেন্নাই যান। ২৭ শে জুলাই চেন্নাইয়ের মাউন্ট হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। চিকিৎসকদের পরামর্শে এতদিন সেখানে বিশ্রামে ছিলেন তিনি।
এবারের ঈদে মুক্তি পাচ্ছে দিতি অভিনীত চলচ্চিত্র ‘রাজাবাবু-দ্য পাওয়ার’। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।
মন্তব্য চালু নেই