চিকিৎসা বঞ্চিত মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান

একাত্তরের বীরসৈনিক হাবিবুর রহমান। দেশ রক্ষায় জীবনকে তুচ্ছ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। বর্তমানে এই বীরসৈনিক পক্ষাঘাতে অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না।

মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের ভূরকা হাটখোলা গ্রামের মৃত নায়েব উদ্দীনের ছেলে। মুক্তিযুদ্ধে তার গেজেট নং ২৪৬১ ও মুক্তিবার্তা নং ০৪১১০২৫২২। অভাবের জন্য দুই ছেলেকে শিক্ষিত করে তুলতে পারেননি। ভাতা যা পাচ্ছেন তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।

এই বীর মুক্তিযোদ্ধা জানান, বাংলার মাটির জন্য যুদ্ধ করেছি। বাংলার মাটিকে ভালবেসেছিলাম বলেই কি বাংলার এক খ- মাটির মালিক হতে পারিনি? তখন সব কিছু ছেড়ে, নিজের প্রাণের মায়া ত্যাগ করে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছিলাম। এখন কেউ আর আমাকে চেনে না। চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে পড়ে আছি। কেউ খোঁজ-খবর রাখে না। কাদের জন্য যুদ্ধ করলাম বলতে পারেন?

দৌলতপুর উপজেলার মুক্তিযোদ্ধা কামাল হোসেন দবির জানান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের এ অবস্থার কথা আমরা শুনেছি। আমরা তার চিকিৎসা ও ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।



মন্তব্য চালু নেই