চিকিৎসকদের সাফল্য: কৃত্রিম পুরুষাঙ্গে সফল যৌনমিলন (ভিডিও)
বয়স যখন ছয়, একটা পথ দুর্ঘটনায় হারাতে হয়েছিল পুরুষাঙ্গ। ফলে যৌনজীবন কার্যত অনিশ্চিতই হয়ে গিয়েছিল মহম্মদ আবাদের। কিন্তু, চিকিৎসকরা সে অসম্ভবকেই সম্ভব করে তুলবেন, ভাবতে পারেননি তিনি। সেই অসম্ভব সম্ভব হওয়ায়, প্রথমবারের জন্য সফল যৌনমিলনের স্বাদ পেলেন বছর তেতাল্লিশের মহম্মদ আবাদ। খবর; ডেইলিমেইল
তিনবছরেরও বেশি সময় ধরে চিকিৎসা চলার পর গত বছর আবাদ বুঝতে পারেন পুরুষাঙ্গ ধীরে ধীরে ফিরে পাচ্ছেন তিনি। চিকিৎসকরা তাঁর বাহু থেকে চামড়া ও মাংস নিয়ে পুরুষাঙ্গ প্রতিস্থাপনের কাজ শুরু করেন। তা সফলও হয়।
মহম্মদ আবাদ তাঁর কৌমার্য খুইয়েছেন শার্লট রোজ় নামে এক যৌনকর্মীর কাছে। যিনি বিষয়টি জানার পর মহম্মদ আবাদকে যৌনমিলনের প্রস্তাব দেন।
“নতুন বছর খুব ভালোভাবে শুরু হল”, বলছিলেন আনন্দিত আবাদ।
আর রোজ়ের বক্তব্য, মহম্মদ আবাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পেরে তিনি ভীষণ খুশি। এবার এক সুন্দরী মহিলাকে বিয়ে করে নতুন জীবন গড়ুন আবাদ, চাইছেন শার্লট।
এ সম্পর্কিত ভিডিওটি দেখুন নিচে
মন্তব্য চালু নেই