কুষ্টিয়ায় চিকিৎসককে কুপিয়ে খুন, গুরুতর জখম ইবি শিক্ষক
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় হোমিওপ্যাথ চিকিৎসক সানোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামান।
আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক সাইফুজ্জামানকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মজমপুর থেকে মোটরসাইকেলে তারা দুজন বটতৈল এলাকায় শিশিরমাঠে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের পথরোধ করে ধারালো অস্ত্রে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সানোয়ার হোসেন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মীর বজলুর রহমানের ছেলে।
মন্তব্য চালু নেই