চার শিশু হত্যার ‘মূল অভিযুক্ত বন্দুকযুদ্ধে’ নিহত

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত বাচ্চু মিয়া বৃহস্পতিবার ভোরে চুনারুঘাট দেওরগাছ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

র‌্যাব-৯-এর কোম্পানি কমান্ডার কাজী মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, চার শিশু হত্যার পর আসামিদের ধরতে র‌্যাব সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালায়। বুধবার দিবাগত রাতে সিলেটের বিশ্বানাথ এলাকা থেকে শাহেদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

শাহেদ র‌্যবকে জানায়, রাতেই দেওরগাছ এলাকা দিয়ে বাচ্চু ভারতে পালিয়ে যাবে। এরপর র‌্যাবের আরেকটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাচ্চু ও তার দলের সদস্যরা গুলি চালালে দুই র‌্যাব সদস্য আহত হন।

‘এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালালে বাচ্চু গুলিবিদ্ধ হয়ে নিহত হন।’

র‌্যাব দাবি করেছে, ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বাচ্চুর মরদেহ বর্তমানে চুনারুঘাট হাসপাতালে রাখা হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি নিখোঁজের পাঁচদিন পর শুভ (৮), মনির (৭), তাজেল (১০) এবং ইসমাইল (১০) নামের ওই চার শিশুর মৃতদেহ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি এলাকা থেকে উদ্ধার হয়। তাদের মধ্যে তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই।



মন্তব্য চালু নেই