চার মিনিটে ১ কোটি রুপি নেন দীপিকা ও প্রিয়াঙ্কা
দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নতুন করে চিনিয়ে দেয়ার কিছু নেই। নিজেদের অভিনয় প্রতিভার জোরে বলিউডের এই দুই সুন্দরী এখন হলিউডে অবস্থান করে নিয়েছেন। কাজ করছেন পুরো পৃথিবীর দর্শক হৃদয় জয় করতে।
রূপালী পর্দায় এই দুই নায়িকার দর্শন সহজে মিললেও, বাস্তবে তাদের দেখতে কিন্তু গুনতে হয় বেশ মোটা অংকের টাকা। আর এই অর্থের পরিমাণ কিন্তু ধারণারও বাইরে।
১৭তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস-এ (আইফা) ৪ মিনিট পারফর্ম করার জন্য এই দুই তারকা পারিশ্রমিক পাবেন ১ কোটি ১৩ লাখ রুপি।
মিড ডে পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, দীপিকা প্রতি মিনিট পারফর্মেন্সের জন্য আয়োজক কমিটির কাছে ৩৩ লাখ রুপি দাবি করেন। ৪ মিনিটের বর্ণিল উপস্থাপনার জন্য তাকে দিতে হবে ১ কোটি ১৩ লাখ রুপি। প্রিয়াঙ্কাও একই পরিমান অর্থ দাবি করেন।
তবে এ ধরনের অনুষ্ঠানে ইন্ডিয়ান শিল্পীদের সর্বোচ্চ পারিশ্রমিক রয়েছে ৭০-৮০ লাখ রুপি। দীপিকা এবং প্রিয়াঙ্কাই এবার ব্যতিক্রম।
সংশ্লিষ্টদের দাবি, বলিউডের গণ্ডির বাইরে অবস্থান করে নিতে পারায় দীপিকা ও প্রিয়াঙ্কার পারিশ্রমিক বেড়ে গেছে।
মন্তব্য চালু নেই