চার বছর পর একসঙ্গে
সর্বশেষ সিটিসেলের একটি বিজ্ঞাপনে দুজনে দেখা গিয়েছিলো। তারপর চারবছর কেটে গেলো। দু’জনকে আর একসঙ্গে দেখা যায়নি। ভক্তদের মাঝে খানিকটা আক্ষেপও ছিলো। এবার ঈদে সেই আক্ষেপ ঘুচছে। চার বছর পর আবারও তারা দু’জন আবার এবারের ঈদে দর্শকের জন্য একসঙ্গে অভিনয় করেছেন। ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘ভিমরতি বিড়ম্বনা’ নাটকে। এটি রচনা করেছেন হামেদ হাসান নোমান।
মীর সাব্বির জানালেন, ‘কাজের ব্যাপারে পূর্নিমা খুবই আন্তরিক। তিনি যথেষ্ট আন্তরিকতা নিয়ে আমাদের ছোটপর্দার শিল্পীদের সঙ্গে কাজ করেন।
আসছে ঈদে চ্যানেল আইতে প্রচার হবে পূর্ণিমা ও মীর সাব্বির অভিনীত ‘ভিমরতি বিড়ম্বনা’ নাটকটি।
মন্তব্য চালু নেই