চার বছরে ৫৬ মিলিয়ন নারীর গর্ভপাত!

বিশ্বব্যাপী গত চার বছরে ৫৬ মিলিয়ন নারীর গর্ভপাত হয়েছে বলে এক হিসাবে দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এক প্রতিবেদনে একথা জানায়। প্রতিবেদনে বলা হয়, গত দুই দশকের তুলনায় চলতি দশকের চার বছরেই গর্ভপাতের ঘটনা ৬মিলিয়ন বৃদ্ধি পেয়েছে।

প্রতি চার জন গর্ভবতী নারীর অন্তত একজনের শেষ পর্যন্ত গর্ভপাত হচ্ছে। এ বিষয়ে গবেষকদের মতে, গরীব দেশগুলোতে গত ১৫ বছরে অবস্থার কোনো উন্নতি হয়নি। তবে গর্ভপাতের ঘটনা বেশি ঘটছে উন্নয়নশীল দেশগুলোতেই। আর এটি হচ্ছে কোথাও জনসংখ্যা বৃদ্ধির কারণে আবার কোথাও হচ্ছে পরিবার ছোট রাখার ইচ্ছে থেকে। বিজ্ঞানীদের মতে, গর্ভপাতবিরোধী আইনের ফলেও তা কমছে না।

বরং আইনের কারণে অবৈধ বা অনিরাপদ গর্ভপাত বাড়ছে। বিজ্ঞানীদের মত, ১৯৯০-৯৪ সাল পর্যন্ত সময়কালে গর্ভপাতের পরিমাণ ছিল বছরে ৫০ মিলিয়নের মতো। ২০১০-১৪ পর্যন্ত সময়ে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫৬ মিলিয়নে। তাদের মতে যেসব জায়গায় জন্মনিরোধক সামগ্রীর অপ্রতুলতা রয়েছে সেখানে গর্ভপাতের হার বেশি। আর অনেক নারীর মত, মূলত পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করেই তারা জন্মনিরোধক সামগ্রী ব্যবহার করেন না।



মন্তব্য চালু নেই