চার বছরের জন্য নিয়োগ পেলেন ফজলে কবির

চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থসচিব ফজলে কবির।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব এবং সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের অর্ডার ১৯৭২ এর ১০(৫) ধারা অনুযায়ী বর্তমান পদ এবং অন্যান্য সকল প্রতিষ্ঠানের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে চুক্তিভিত্তিক নিযোগ দেয়া হলো।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় প্রচণ্ড চাপের মুখে ড. আতিউর রহমান গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন। এর পরপরই অর্থমন্ত্রী পরবর্তী গভর্নর হিসেবে ফজলে কবিরের নাম ঘোষণা করেন। তিনি বর্তমানে নিউইয়র্কে আছেন। তবে সফর সংক্ষিপ্ত করে ইতোমধ্যে তিনি দেশের পথে রওয়ানা করেছেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই