চার ফুট লম্বা ইঁদুর !
ছোট প্রজাতির প্রাণীর মধ্যে ইঁদুর অন্যতম। একটি ইঁদুরের দৈর্ঘ্য কত হতে পারে? হয়তো বলবেন, খুব বেশি হলে এক ফুট। কিন্তু লন্ডনে চার ফুট লম্বা একটি ইঁদুরের সন্ধান পাওয়া গেছে।
গ্যাস প্রকৌশলী টনি স্মিথ (৪৬) গতকাল বৃহস্পতিবার উত্তর লন্ডনের হ্যাকনি ডাউনসের কাছে একটি ব্লকে কাজ করছিলেন। ঠিক সেই সময় এই ইঁদুরের সন্ধান পান। খেলার মাঠের কাছে ঝোপের মধ্যে ২৫ পাউন্ড ওজনের এই ইঁদুরটি মৃত অবস্থায় ছিল।
বিস্মিত টনি তাঁর বিদ্যুৎমিস্ত্রি বন্ধু জেমস গ্রিনের (৪৬) হাতে ধরিয়ে ইঁদুরটির ছবি তোলেন। ইঁদুরটির ছবি দেখে টনির বন্ধুরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। কেউ উল্লাস প্রকাশ করেছে। কেউ বা বিরক্তি প্রকাশ করেছে।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এই বৃহদাকৃতির ইঁদুরের ছবিটিই প্রমাণ করে ইঁদুর বিড়ালের চেয়েও বড় এবং চার বছর বয়সী শিশুর মতো লম্বা হতে পারে।
টনি বলেন, ‘এত বড় ইঁদুর আমি আমার জীবনে দেখিনি। আমার একটি বিড়াল ও একটি জ্যাক রাসেল (এক ধরনের কুকুর) আছে। এই দুটি একত্রে যত বড় হবে এটি তার চেয়েও বড়। এটি প্রায় চার ফুট লম্বা। আমরা যখন এটিকে ডাস্টবিনে ফেলতে যাই, তখন ফেলে দেওয়ার আগে এটির ছবি তুলে রাখার কথা ভাবি।’
মন্তব্য চালু নেই