চার দফা দাবিতে রাবি আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন
৮ আগস্ট আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আদিবাসী ছাত্র পরিষদ। শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
তাদের অন্য দাবিগুলো হলো, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ছিল আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্যোগ চোখে পড়েনি। বিভিন্ন সময় আদিবাসীদের উপর অত্যাচার, লুন্ঠন, ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, যার কোনো বিচার হচ্ছে না। এমনকি সরকার এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। বক্তারা আরও বলেন, আমাদেরকে আদিবাসী অধিকার না দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে দি¦তীয় শ্রেণির মানুষ হিসেবে দেখা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন আদিবাসী কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতিভূষণ মাহাতো, সহ-সভাপতি যাকব এক্কা, সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা, আদিবাসী কেন্দ্রীয় কমিটির রাবি শাখার সভাপতি হেমন্ত মাহাতো, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়তুল্লাহ খোমেনি, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, লুৎফর রহমান প্রমুখ।#
মন্তব্য চালু নেই