চার্টার্ড বিমান আর ৭৫ হাজার টাকার মেকআপ : জবাব দিলেন সানিয়া

চার্টার্ড বিমান আর ৭৫ হাজার টাকার মেক আপ কিট না পেয়ে মধ্যপ্রদেশ সরকারের বার্ষিক ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে যাননি ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। এরপর থেকেই তার বিপক্ষে শুরু হয় বিতর্ক আর সমালোচনার ঝড়। অবশেষে সেই বিতর্কের জবাব দিলেন সানিয়া মির্জা ।

টেনিস সুন্দরীর এ্যাজেন্সির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ’২৯ নভেম্বর গোয়াতে একটি অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল সানিয়ার। তার আগের দিন ছিল ভোপালে সংবর্ধনা অনুষ্ঠান। প্রতিশ্রুতি মতো গোয়ার অনুষ্ঠানে হাজির থাকার জন্য ভোপাল থেকে চার্টার্ড বিমান চেয়েছিল সানিয়া। সাধারণ বিমানে গেলে ৭ ঘন্টারও বেশি সময় লেগে যেত। ফলে গোয়ায় সময় মতো পৌঁছানো সম্ভব হতো না।’

চলতি মৌসুমটা দারুণ উপভোগ করেছেন সানিয়া মির্জা। সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে নিয়ে একের পর এক শিরোপা জিতেছেন তিনি। তবে মৌসুমের শেষ মুহুর্তে এসেই যেন বিতর্কে জড়িয়ে পড়লেন সানিয়া মির্জা।



মন্তব্য চালু নেই