চার্জে দেয়া অবস্থায় বিস্ফোরিত হল স্যামসাং ফোন
তিন বছর ধরে ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস থ্রি ফোন বিস্ফোরণের ঘটনা ঘটলো। ফোনটি বিছানায় চার্জ দেয়ার সময় বিস্ফোরিত হয়। ঘটনাটি ঘটেছে ফিনল্যান্ডের কাজানিতে।
ফোন এরিনা জানিয়েছে, একজন কিশোর রাতে বিছানায় ফোনটি রেখে চার্জ দিয়ে ঘুমিয়ে যায়। মাঝ রাতে হঠাৎ পোড়া গন্ধে তার ঘুম ভেঙ্গে যায়। সে তখন দেখতে পায়, ফোনটি বিস্ফোরিত হয়ে বিছানায় আগুন লেগে সেটি নিচে পড়ে আছে।
ফোনটি বিস্ফোরণের পর এটি আর ব্যবহারে উপযোগী নেই। ওই কিশোরের বাবা-মা জানিয়েছেন, বিস্ফোরিত ফোনটি নিয়ে স্যামসাং কিংবা ইন্সুরেন্স কোম্পানির কাছে যাওয়ার ইচ্ছে নেই তাদের। কেননা, এটি বহুদিন ধরে ব্যবহৃত হয়েছে।
মন্তব্য চালু নেই