চারদিনে দীপিকার পারিশ্রমিক ১০ কোটি!
একটি বিজ্ঞাপনে মুখ দেখালেই দীপিকা পাড়ুকোন পারিশ্রমিক নেন প্রায় ১০ কোটি টাকা। অথচ আমাদের দেশে এ টাকায় ১০টা সিনেমা বানিয়ে ফেলা সম্ভব।
অবশ্য দীপিকা মানেই এখন যেন ম্যাজিক। যে ছবিতেই তিনি অভিনয় করছেন, সেটাই ‘হিট’। আর সে কারণেই যতোই দিন যাচ্ছে রেটটা তার তততোই বাড়ছে। বর্তমানে বলিউডের সর্বোচ্চ উপার্জনকারীদের মধ্যে দীপিকা অন্যতম।
একটি এয়ারলাইন্স প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব পেয়েছেন দীপিকা। আর সেই প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি বাংলাদেশি টাকায় ১০ কোটি পারিশ্রমিক চেয়ে বসেছেন। দীপিকা বলে কথা, তাই একবারও দর কষাকষি করেনি ওই প্রতিষ্ঠান।
শুধু তাই নয়, বিজ্ঞাপনটিতে শুটিং করার জন্য মাত্র চারদিন সময় বরাদ্দ দিয়েছেন দীপিকা। সাধারণত কোনো প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলে পাঁচ-ছয় কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন দীপিকা। কিন্তু ‘বাজিরাও মাস্তানি’র পর থেকে নিজের রেট ডবল হাঁকাচ্ছেন তিনি।
মন্তব্য চালু নেই